বিশ্ব মানবাধিকার দিবসে পিরোজপুরে মানববন্ধন: নির্যাতন ও গুমের প্রতিবাদ

এস এম নুর, জেলা প্রতিনিধি পিরোজপুর
  • আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবিতে এবং গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ডা. জুবাইদা পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক তুহিন, এবং জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার রোশনি।

ছাত্রদল ও ডা. জুবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালায় এবং তাদের পরিবারকে নির্যাতন করে। বক্তারা বলেন, “এই ধরনের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এসবের বিচার দাবি করছি এবং গুম হওয়া সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি। মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব মানবাধিকার দিবসে পিরোজপুরে মানববন্ধন: নির্যাতন ও গুমের প্রতিবাদ

আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবিতে এবং গুম হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের টাউনক্লাব সড়কে ডা. জুবাইদা পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আহম্মেদ সজিব, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক তুহিন, এবং জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার রোশনি।

ছাত্রদল ও ডা. জুবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালায় এবং তাদের পরিবারকে নির্যাতন করে। বক্তারা বলেন, “এই ধরনের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এসবের বিচার দাবি করছি এবং গুম হওয়া সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি। মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে হবে।”