পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ০২:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে অংশ নেয় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, পিরোজপুর জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারি মহিলা কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় স্থানীয় সরকারি বালক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয় দিবসের এসব আয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।