সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর থেকে নোয়াখালীতে শীতবস্ত্র বিতরণ: ওয়ারিশনের মানবিক উদ্যোগ
এস এম নুর, জেলা প্রতিনিধি পিরোজপুর
- আপডেট সময় : ০৩:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর থেকে নোয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি মানবিক সংগঠন ওয়ারিশন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে এই কর্মসূচি পরিচালনা করা হয়।
ওয়ারিশনের সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র পেয়ে আনন্দের ঝলক দেখা গেছে। তারা ওয়ারিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ওয়ারিশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।