নাজিরপুরে মাছের বাজারে অস্থিরতা, ক্রেতারা অসন্তুষ্ট
জেলা প্রতিনিধি, পিরোজপুর
- আপডেট সময় :
০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
১৩
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
পিরোজপুরের নাজিরপুরের মাছের বাজারগুলোতে ইলিশসহ অন্যান্য মাছের দামের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে বাজারে মাছের সরবরাহ বাড়লেও দামের ঊর্ধ্বগতিতে তা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
সোমবার ও মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার চৌঠইমহল, সাতকাছেমিয়া, বাবুরহাট, দিঘীরজান, এবং গাওখালী বাজারে ইলিশসহ অন্যান্য মাছ অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তিন পিস ইলিশ মাছের প্রতি কেজি ১,০০০ টাকা, এক কেজির নিচে এক পিস ইলিশ ১,৪০০ টাকা, আর এক পিস এক কেজি ২০০ গ্রামের ইলিশ ১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা অভিযোগ করেন, দেশে প্রচুর মাছের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে দাম অতিরিক্ত রাখা হচ্ছে, যা তাদের পরিবারের আমিষের চাহিদা পূরণে বাঁধা সৃষ্টি করছে। তারা আশা প্রকাশ করেন যে, সরকার এ বিষয়ে নজর দিলে সাধারণ মানুষের জন্য মাছের বাজারে স্থিতিশীলতা আসতে পারে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, বাজারে যে মনিটরিং টিম রয়েছে, তারা বাজার পর্যবেক্ষণ করছে এবং কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার দিকে মা ইলিশ গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে। ইলিশের প্রজনন সুরক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
নিউজটি শেয়ার করুন