ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ, আইনজীবী সাইফুল হত্যার বিচার দাবি
- আপডেট সময় : ০৬:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে এবং আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভে পিরোজপুরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি, ছাত্র, ও জনসাধারণ দলে দলে অংশ নেন। হাজারো জনতার উপস্থিতিতে তারা ইসকন নিষিদ্ধ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার দ্রুত বিচার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা ও ভারতীয় আগ্রাসন বাড়াচ্ছে। তারা বলেন, “আমরা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নই, কিন্তু ইসকন একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। এটি নিষিদ্ধ করা জরুরি।”
অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার বিষয়ে বক্তারা বলেন, “চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবেই পিরোজপুরে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, “আমরা গণঅভ্যুত্থানের সময় হিন্দু মন্দির পাহারা দিয়েছি। আমাদের প্রতিবাদ কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং ইসকনের উগ্র কার্যকলাপ ও তাদের নামে দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে।”
বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সমাবেশ শেষে বক্তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেন, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়।