পিরোজপুরে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
শিক্ষার্থীদের হাতে কুরআন শরিফ ও শীতবস্ত্র তুলে দেওয়ার সময় মাদ্রাসা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কুরআন শরীফ ও শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, “আমরা কুরআন শরিফ ও শীতবস্ত্র পেয়ে অনেক খুশি।”
অনুষ্ঠানে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
জেলা পুলিশের এমন উদ্যোগকে স্থানীয়রা প্রশংসার চোখ দেখছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।