আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। কিন্তু আমরা আর কোনো বৈষম্য চাই না। শিক্ষা ক্যাডার দীর্ঘদিন ধরে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত ছিল। তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্পষ্টত বৈষম্যমূলক। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।”
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক মো. শাহিন রেজা এবং প্রফেসর মো. ইলিয়াস বেপারি।
বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারকে অবমূল্যায়ন করা হলে তা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই দ্রুত আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানান তারা।