পিরোজপুরে সর্বজনীন স্বাস্ব্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্ব্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর-২৪,) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ISIGOP প্রকল্পের আওতায় সার্বজনীন স্বাস্ব্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে পিরোজপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
প্রবীন কর্মসুচির আঞ্চলিক সমন্বয়কারি ফারুক রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, আরএমও ডা মোঃ নিজামউদ্দিন, সমবায় অফিসার কামরুন্নেছা সিথী ও পরিবেশ উপ পরিচালক নিখিল চন্দ্র। আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুষি ব্যাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি খালিদ আবু, জলবায়ু এ্যাডভোকেসি নেতা আফজাল হুসাইন লাভলু, প্রবীণ নেতা হা্বিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন প্রবীনদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত, বৃদ্ধাশ্রম নামক জিনিসটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত,
প্রত্যেকটা সেক্টরে প্রবীনদের জন্য আলাদা বুথ করা উচিত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমে প্রবীণ নারী পুরুষের অংশগ্রহণের পরে শিল্পী টারজান, আলীম, স্মৃতি বড়ালের সংগিত পরিবেশন করা হয়। এটি উপস্থাপন করে শুভজিত মন্ডল ও নিনা খানম।