পিরোজপুরে অসহায় মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্য ডুমুরিতলা ৪৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিক মল্লিক, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল ফকির, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিলন, জেলা তাতি দলের সভাপতি আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। বিএনপি একটি গণমানুষের দল। বিএনপি সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই শীতে শীতবস্ত্র না থাকায় আমাদের এই অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষগুলো শীতের মধ্যে কষ্টে জীবনযাপন করছিল। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব। অসহায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে।