বরিশালে সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন মেজর হাফিজ

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে

সাইবার আইনে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সোমবার (১৮ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক মেজর হাফিজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন। মামলায় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা বাবুল বিশ্বাসসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল।

লালমোহন থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও তার সহযোগীরা একটি রেকর্ড ফাঁসের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন।

বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলার চার্জ গঠনের তারিখে ফরেনসিক প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত মেজর হাফিজ এবং বাবুল বিশ্বাসকে খালাস দেন।

খালাস পাওয়ার পর মেজর হাফিজ বলেন, “নির্বাচিত সরকার ছাড়া যতই জ্ঞানী-গুণী লোক দ্বারা সরকার গঠিত হোক না কেন, তা দুর্বল সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।”

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে বিএনপিতে যোগ দেন। সম্প্রতি তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর ভোলার লালমোহনে মেজর হাফিজের কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়। সেই ঘটনার জেরে লালমোহন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩১ আগস্ট দুটি নাম উল্লেখ করে অভিযোগপত্র জমা দেয়।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অভাবে এই মামলাটি খারিজ করেন। ফলে মেজর হাফিজসহ মামলার অন্যান্য আসামি মুক্তি পেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন মেজর হাফিজ

আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

সাইবার আইনে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। সোমবার (১৮ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক মেজর হাফিজের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন। মামলায় ভোলার লালমোহন উপজেলার বিএনপি নেতা বাবুল বিশ্বাসসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল।

লালমোহন থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও তার সহযোগীরা একটি রেকর্ড ফাঁসের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন।

বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলার চার্জ গঠনের তারিখে ফরেনসিক প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত মেজর হাফিজ এবং বাবুল বিশ্বাসকে খালাস দেন।

খালাস পাওয়ার পর মেজর হাফিজ বলেন, “নির্বাচিত সরকার ছাড়া যতই জ্ঞানী-গুণী লোক দ্বারা সরকার গঠিত হোক না কেন, তা দুর্বল সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন।”

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে বিএনপিতে যোগ দেন। সম্প্রতি তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর ভোলার লালমোহনে মেজর হাফিজের কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়। সেই ঘটনার জেরে লালমোহন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩১ আগস্ট দুটি নাম উল্লেখ করে অভিযোগপত্র জমা দেয়।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অভাবে এই মামলাটি খারিজ করেন। ফলে মেজর হাফিজসহ মামলার অন্যান্য আসামি মুক্তি পেলেন।