সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
বরিশালে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজন আটক
বরিশাল প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বরিশাল মহানগরীতে প্রথমবারের মতো সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর বাঁধ রোডের চাঁদমারী কলোনী এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল এবং রায়হান হাওলাদারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ সময় যৌথ বাহিনী বিপুল সংখ্যক দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছেন বিএমপি’র কোতয়ালী থানার ওসি ইনেসপেক্টর মোঃ মিজানুর রহমান। যৌথ বাহিনীর এ অভিযানে সেনাবাহিনী, মহানগর পুলিশ এবং র্যাব-৮ এর সদস্যরাও অংশ নেয়।