বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৪৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে এবং জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় দুই দিনব্যাপী তথ্য মেলা ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় বরিশাল অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ (অবঃ) গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, এবং ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিল এনগেজমেন্ট টিআইবি মো. ফিরোজ উদ্দিন। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সনাক এবং ইয়েস গ্রুপের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তথ্য অধিকার আইনের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। মেলায় প্রাতিষ্ঠানিক তথ্য ভাণ্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল রয়েছে, যেখানে দর্শনার্থীরা তথ্য অধিকার আইনের ব্যবহার এবং বিভিন্ন তথ্যসেবা সম্পর্কে ধারণা পাচ্ছেন।