বরিশালে কীর্তনখোলা নদীতে ট্রলারের সাথে সংঘর্ষে স্পিডবোটের যাত্রী নিহত, নিখোঁজ ৩
- আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বরিশালের কীর্তনখোলা নদীতে লেবারবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে এক স্পিডবোটের যাত্রী নিহত হয়েছেন এবং আরও অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে একটি স্পিডবোট ভোলা থেকে বরিশালের উদ্দেশে আসছিল। কড়াইতলা শাখা নদীর সম্মুখে কীর্তনখোলায় বিপরীত দিক থেকে আসা লেবারবাহী ট্রলারের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ যাত্রীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, স্পিডবোটটি অন্তত ১০ জন যাত্রী নিয়ে বরিশাল ডিসিঘাটের উদ্দেশে আসছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় কিছু যাত্রী সাঁতরে ওঠার পরও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে একজন যাত্রীর লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে নদীজুড়ে তল্লাশি অব্যাহত রয়েছে।