পদ্মা নদীতে ইলিশ ধরতে নেমে জালে মিলল ১৪ কেজির পাঙ্গাশ
- আপডেট সময় : ১২:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর এলাকা থেকে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ পেয়েছেন স্থানীয় জেলে আসলাম শেখ। বৃহস্পতিবার দুপুরে আসলাম তার সঙ্গীদের নিয়ে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ১৭,৫০০ টাকায় বিক্রি করেন তিনি।
মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ী মো. আকবর মোল্লা জানান, পদ্মার বড় পাঙ্গাশের চাহিদা বেশি থাকায় তিনি এটি ১,২৫০ টাকা কেজি দরে কিনেছেন। তাজা থাকায় তিনি মাছটি ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনে পানিতে রশি দিয়ে বেঁধে রেখেছেন এবং শৌখিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে বিক্রির চেষ্টা করছেন।
জেলে আসলাম শেখ বলেন, “পদ্মায় ইলিশ ধরতে নেমে আজ আমার জালে এই পাঙ্গাশটি ধরা পড়েছে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুব খুশি।” তিনি আরও বলেন, “মা ইলিশ রক্ষায় টানা ২২ দিন নিষেধাজ্ঞা থাকায় নদীতে নামতে পারিনি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে মাছ ধরতে নেমে ভালোই মাছ পাচ্ছি।”
বর্তমানে পদ্মা নদীতে ইলিশ ছাড়াও কাতল, বাঘাইড়, পাঙ্গাশ, চিতল, আইড়, রিঠাসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে বলে মাছ ব্যবসায়ী আকবর মোল্লা জানান।