আকাশে উড়ল বৈদ্যুতিক প্লেন
- আপডেট সময় : ১২:০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ২৬৫ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বৈদ্যুতিক উড়োজাহাজ বানিয়েছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েস। এবার ১৫ মিনিট ধরে যুক্তরাজ্যের আকাশে উড়ল এক সিটের এ বিমানটি। সম্প্রতি প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে রোলস-রয়েসের বিদ্যুৎচালিত উড়োজাহাজ।
নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েলস জানিয়েছে, উড়োজাহাজটি একপর্যায়ে প্রতি ঘণ্টায় তিনশ মাইল গতিতে ছুটতে পারবে। এক আসনের এ উড়োজাহাজে রয়েছে ছয় হাজার সেল ব্যাটারি প্যাক। এর তিন মোটরের পাওয়ারট্রেইন চারশ কিলোওয়াট বিদ্যুৎশক্তি সরবরাহ করতে পারে। নিজেদের উড়োজাহাজকে ‘স্পিরিট অফ ইনোভেশন’ আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। রোলস-রয়েস প্রধান ওয়ারেন ইস্ট বলেন, “আমরা এখন প্রযুক্তিগত সাফল্য অর্জনে মনোনিবেশ করেছি, যা আকাশ, স্থল এবং জলে ভ্রমণকে ‘ডিকার্বোনাইজ’ করতে এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার পথে অর্থনৈতিক সুযোগের সদ্ব্যবহারে সমাজের প্রয়োজন।” এটি শুধু বিশ্ব রেকর্ড ভাঙার ব্যাপার নয়; এ প্রকল্পের জন্য তৈরি উন্নত ব্যাটারি এবং প্রপালশন প্রযুক্তির ‘আরবান এয়ার মোবিলিটি’ বাজারে আকর্ষণীয় প্রয়োগ রয়েছে এবং এটি ‘জেট জিরো’কে বাস্তবতায় রূপ দিতে সহায়তা করতে পারে।’-যোগ করেন তিনি।