দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন বেবী নাজনীন
পদ্মা বুলেটিন বিনোদন ডেস্কঃ
- আপডেট সময় :
১০:১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
Oplus_131072
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আমেরিকার নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটানোর পর ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত সংগীতশিল্পী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন অবশেষে দেশে ফিরছেন।
জানা গেছে, আগামী ১০ নভেম্বর, রবিবার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে বেবী নাজনীনের সংগীতজীবনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং মঞ্চে নানা কারণে তিনি কাজ করতে বাধাগ্রস্ত হন এবং এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন। তবে প্রবাসে তিনি আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে সমাদৃত থেকেছেন এবং আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।
সাড়ে চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে আধুনিক গানের অর্ধশতাধিক একক অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অ্যালবামে গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ভারতের জনপ্রিয় শিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ি, কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে একাধিক অ্যালবামে গান গেয়েছেন বেবী নাজনীন। তাঁর কণ্ঠে বিখ্যাত গানের তালিকায় রয়েছে ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘প্রিয়তমা’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ আরও অসংখ্য কালজয়ী গান, যা বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
বেবী নাজনীনের দেশে ফেরার খবর তাঁর ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।
নিউজটি শেয়ার করুন