শেরপুরে বিজিবি’র অভিযানে ৯১ লাখ টাকার ভারতীয় পণ্যহস আটক-১
- আপডেট সময় : ০২:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি’র অভিযানে প্রায় ৯১ লাখ টাকার ভারতীয় পণ্য ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক চোরাচালানকারীকে আটক করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ছোট গজনী এলাকার তাওয়াকুচায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লিমন সিমসাং ওই গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯-এর সদস্যরা ছোট গজনী তাওয়াকুচায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত থেকে আসা পণ্য এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৯১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, “জব্দকৃত মালামাল, পিকআপ এবং আটককৃত ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র কঠোর অবস্থানের বিষয়টি আরও একবার প্রমাণিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।