শেরপুরে সেনাবাহিনীর অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে কাকরকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ৪০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে কাকরকান্দি এলাকার একটি কলাবাগান থেকে ৪৫ বস্তা কম্বল এবং স্থানীয় রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের বাজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
পরে ওই এলাকায় আরও তল্লাশি চালিয়ে ৩০৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়, যার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। অভিযানে অবৈধ পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়, যার মূল্য ৩৬ লাখ টাকা।
অভিযানের সময় বাড়ির মালিক ও চোরাকারবারী রুহুল আমিন পালিয়ে যান। রুহুল আমিন পূর্বেও চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান বলেন, “উদ্ধারকৃত পণ্য তালিকা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের অভিযান অবৈধ চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।