শেরপুরে বিজয় দিবস উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

দুপুর সাড়ে ১২টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব-উর রহমান। প্রশিক্ষক রাজীব সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মুখ্য প্রশিক্ষক শাখাওয়াত ইকরাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক বনানী দেবনাথ, উপ-সহকারী প্রশিক্ষক মোহাম্মদ হালিমুর রশীদ, মো. আনছার আলী, আর.কে.এম. হেলাল আহাম্মেদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক রোকসানা নাসরিন, প্রশিক্ষক ফারজানা রহমান, রাকিব রানা আকন্দ, ফাতেমাতুজ্জোহরা, নুর-এ-নাজনীন, উপসহকারী কৃষি কর্মকর্তা আইরীন পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, সৈয়দা জিনাত, মিনুয়ারা আক্তার প্রমুখ।

বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের স্বাধীনতার স্মারক এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের দিন। দেশপ্রেম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

আলোচনা সভার অংশ হিসেবে শিক্ষার্থীদের পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নির্মিত একটি নাটিকা প্রদর্শন করা হয়। পরে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনটি গৌরবময় বিজয়ের চেতনায় উদ্দীপ্ত পরিবেশে উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে বিজয় দিবস উপলক্ষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

দুপুর সাড়ে ১২টায় ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব-উর রহমান। প্রশিক্ষক রাজীব সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মুখ্য প্রশিক্ষক শাখাওয়াত ইকরাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক বনানী দেবনাথ, উপ-সহকারী প্রশিক্ষক মোহাম্মদ হালিমুর রশীদ, মো. আনছার আলী, আর.কে.এম. হেলাল আহাম্মেদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক রোকসানা নাসরিন, প্রশিক্ষক ফারজানা রহমান, রাকিব রানা আকন্দ, ফাতেমাতুজ্জোহরা, নুর-এ-নাজনীন, উপসহকারী কৃষি কর্মকর্তা আইরীন পারভীন, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, সৈয়দা জিনাত, মিনুয়ারা আক্তার প্রমুখ।

বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের স্বাধীনতার স্মারক এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের দিন। দেশপ্রেম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

আলোচনা সভার অংশ হিসেবে শিক্ষার্থীদের পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নির্মিত একটি নাটিকা প্রদর্শন করা হয়। পরে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিনটি গৌরবময় বিজয়ের চেতনায় উদ্দীপ্ত পরিবেশে উদযাপিত হয়।