২১ বছরেও চালু হয়নি ঠাকুরগাঁও বাস টার্মিনাল, সংস্কার উদ্যোগ শুরু
- আপডেট সময় : ০২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালটি নির্মাণের ২১ বছর পরও চালু হয়নি। ২০০৩ সালে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক টার্মিনাল উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। টার্মিনালটি দীর্ঘদিন ধরে পরিণত হয়েছে ভবঘুরে ও নেশাখোরদের আশ্রয়স্থলে।
শহরের যানজট কমানো এবং যাত্রীসেবার উন্নয়নের লক্ষ্যে নির্মিত এই দ্বিতল টার্মিনালে রয়েছে টিকিট কাউন্টার, ওয়াশরুম, শপিং স্টোর এবং যাত্রীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা। কিন্তু পরিবহন মালিক ও শ্রমিকদের অনীহার কারণে এটি ব্যবহারের বদলে শহরের মহাসড়কের পাশে অস্থায়ী কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা রোদ, বৃষ্টি আর ধুলাবালির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসে ওঠানামা করতে বাধ্য হচ্ছেন।
এছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখার কারণে শহরে যানজট যেমন বেড়েছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
স্থানীয় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, শহরের গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল এতদিন ধরে অযত্নে পড়ে থাকা দুঃখজনক। তারা দ্রুত এই টার্মিনাল সংস্কার করে চালু করার দাবি জানিয়েছেন।
বাস মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, “ঠাকুরগাঁও বাস টার্মিনাল সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত এই কাজ শেষ করে টার্মিনাল চালু করার প্রস্তুতি চলছে।”
যাত্রীসেবার মানোন্নয়ন এবং শহরের যানজট কমাতে বাস টার্মিনালটি দ্রুত চালু করার উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন ঠাকুরগাঁওবাসী।