হরিপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৩:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এরপর হরিপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখা, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে হরিপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ১ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও লাখো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের গর্ব। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এবং দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।