সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:৪৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে মোটরসাইকেল চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাদুরানী বাজার থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা রুবেলকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি।