গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ স্লোগানে গাইবান্ধায় শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে স্বাধীনতা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, এবং রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলমান এ মেলায় জেলার বিভিন্ন এলাকার নার্সারির মালিকরা নানা প্রজাতির ফুল, ফল, এবং ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য ২৯টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতারা তাদের পছন্দের গাছ কিনতে পারবেন।
মেলায় আসা এক নার্সারির মালিক জানান, তিনি প্রায় ৯০ প্রজাতির গাছের চারা নিয়ে এসেছেন এবং মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়লে প্রায় ৫০ হাজার গাছ বিক্রির আশা করছেন।
সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম মন্ডল জানান, এ বছর মেলায় আগের তুলনায় চারা ও গাছের প্রজাতি বেশি রাখা হয়েছে। প্রথম দিন থেকেই মানুষের উপস্থিতি ভালো এবং প্রয়োজনীয় গাছ কিনতে এসে লোকজন সন্তুষ্টি প্রকাশ করছেন।