কাজিপুরে কন্ঠ শিল্পী কনক চাঁপার কর্মী সমর্থকদের উপর হামলা, থানায় অভিযোগ
- আপডেট সময় : ১২:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুরে কন্ঠ শিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনক চাঁপার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করা হয়েছে।
এ ঘটনায় হামলায় কনক চাঁপার অন্তত ১০ কর্মী সমর্থক আহত হন। তারা ধারালো ছুরি, রামদা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আক্রমণ চালানো হয়। আহতদের বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, থানায় অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কনক চাঁপার সমর্থকদের সঙ্গে সেলিম রেজা ও তার সমর্থকদের বিরোধ চলছিল। তবে কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না এবং তার কোনো সম্পৃক্ততা নেই।