সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর নতুন ডিসি জাহিদুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় : ০৩:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রাজবাড়ী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন নব নিযুক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
আজ রোববার (০৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।
গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ চাঁদ মিঞা অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মা জাহানারা সুলতানা সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন। তিন সন্তানের মধ্যে জাহিদুল ইসলাম সবার বড়।
ছাত্রজীবনে মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তিতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাটে যোগদান করেন। লালমনিরহাট ও নীলফামারী জেলার এনডিসি এবং গাইবান্ধার পলাশবাড়ী ও মৌলভীবাজার সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ ও নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার জন্য ২০১৫ সালে কমলগঞ্জে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। পরবর্তীতে এক বছরের শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে যান।