জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নলডাঙ্গার ঐতিহ্যবাহী ডাকবাংলো
জেলা প্রতিনিধি, গাইবান্ধা
- আপডেট সময় :
০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
অযত্ন ও অবহেলার কারণে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাকবাংলোটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার ও মেরামতের অভাবে ব্যবহারের অযোগ্য এই ভবনটি যেন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় ভবনের ভেতর ও বাইরে বড় ফাটল দেখা দিয়েছে। দেয়ালগুলো কালো স্যাঁতসেঁতে হয়ে সিমেন্ট ও বালি খসে পড়ছে, মেঝের অবস্থাও একই রকম। উপরের টিনের ছাউনিগুলো মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টিতেই ভবনের ভেতরে পানি জমে। দরজা-জানালাগুলো ঘুণে ধরে নষ্ট হওয়ার পথে। এমন অবস্থায় ভবনটিতে থাকার মতো পরিবেশ নেই, চেয়ার-টেবিলসহ কিছু নড়বড়ে আসবাবপত্র থাকলেও সেগুলো ব্যবহারের উপযোগী নয়।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, একসময় এই ডাকবাংলোটিতে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি অবস্থান করেছেন। এছাড়া মরহুম রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস ছাত্তার এবং প্রধানমন্ত্রী কাজী জাফরও এখানে রাতযাপন করেছেন। এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাচ্ছন্দ্যে থাকার ডাকবাংলোটি আজ অবহেলায় পড়ে থাকায় হতাশা প্রকাশ করছেন স্থানীয়রা। তারা মনে করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে এই ঐতিহ্যবাহী ভবনটি ধ্বংসের পথে।
স্থানীয় সংবাদকর্মী এস এম ময়নুল হুদা জানান, ভবনটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কার কিংবা নতুন করে আধুনিক ডাকবাংলো নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ডাকবাংলোর দায়িত্বে থাকা কেয়ারটেকার আব্দুল বাকি জানান, ভবনের পরিবেশ থাকার মতো নয়, তাই এখানে কেউ আর রাতযাপন করতে আসে না।
এ বিষয়ে গাইবান্ধা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ডাকবাংলোটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।
নিউজটি শেয়ার করুন