ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি
নিজস্ব প্রতিবেদক, ঢ়াকা
- আপডেট সময় :
০৪:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১৪
বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘স্বৈরাচার’ শেখ হাসিনাসহ পাঁচ রাজনৈতিক নেতার প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, এবং জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কুশপুত্তলিকা ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়।
টিএসসি চত্বরে প্রতীকী ফাঁসির মঞ্চ উন্মোচন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসতে চাইছে। যারা গুম-খুন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বিচার করতে হবে।”
এছাড়াও তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক, আমলাতান্ত্রিক, এবং অর্থনৈতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের প্রভাব নির্মূল করতে হবে। ২৪-এর গণআন্দোলনের সময় যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য ন্যায়বিচার চেয়ে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে রোববার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা জানিয়েছিলেন, সরকারকে জনগণের চাহিদা বুঝতে হবে এবং ফ্যাসিবাদী প্রভাব সমূলে উৎপাটন করতে হবে।
নিউজটি শেয়ার করুন