গণহত্যাকারী খুনি হাসিনা তার দোসরদের বিচার দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০১:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা আয়োজন করেছে।
আজ রবিবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলটি পৌর ভাসানী মিলনায়তন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার স্টেশন কড়িতলায় এসে সমাপনী পথ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি রিকো, যুগ্ম-সাধারণ সম্পাদক জেবরান, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শেখ হাসিনা এবং তার দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় গোপন মিটিংয়ে ছাত্র-জনতাকে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তারা বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলার জনগণ প্রস্তুত রয়েছে এবং এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার আসতে দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, ইতিমধ্যে ছাত্রলীগ নামক সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, “ফ্যাসিস্টদের বিদায় নিশ্চিত করা হবে, আর দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা কঠোর হস্তে দমন করবে।”
এ সময় বক্তারা আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।