আশুলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আশুলিয়ার ইউনিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত ফয়সাল কবির (৩০) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিক এলাকার একটি শাখা সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ফরিদপুরের নগরকান্দার ধর্মদি দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি ট্রান্সপোর্ট অফিসে সহকারী হিসেবে কাজ করতেন।
সন্ধ্যায় ইউনিক এলাকার একটি শাখা সড়কে ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে ফয়সালকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গনস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।