সাভারের তেঁতুলঝোড়ায় তিতাসের অভিযান: ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়না বাড়ী নতুন পাড়া এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অভিযান চালিয়ে প্রায় ৩০০ বসতবাড়ি ও বেশ কয়েকটি ওয়াশিং ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযানে ফাইজা ওয়াশিং প্লান্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। সঙ্গে ছিলেন তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী খাদেম আলী।
অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ এবং রাইজার জব্দ করা হয়। প্রকৌশলী খাদেম আলী জানান, একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছিল। এর ফলে বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ কম পাওয়ায় ভোগান্তিতে পড়েন। তাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ফলে প্রায় ১ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে কারিগরি টিমের সদস্য ও তিতাসের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের একটি দলও ঘটনাস্থলে মোতায়েন ছিল।