বিএনসিসির সহায়তায় দেশ নিরাপদ অবস্থানে এসেছে: সেনাবাহিনী প্রধান
- আপডেট সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) অবদানের প্রশংসা করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “পাঁচ আগস্টের পর থেকে বিএনসিসি যেভাবে সহায়তা করেছে, তাতে দেশ এখন একটি নিরাপদ জায়গায় এসেছে।” বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাভারের বাইপাইল এলাকায় বিএনসিসি ট্রেনিং একাডেমির একাডেমিক ভবন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস ক্যাডেটরা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি উদ্বোধনী ফলক উন্মোচন, বৃক্ষরোপণ, এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বিএনসিসি ক্যাডেটদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “বিএনসিসি ক্যাডেটরা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবং জাতীয় সংকট মোকাবিলায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।” তিনি গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ এবং সশস্ত্র বাহিনীর পাশে থেকে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার বিশেষ প্রশংসা করেন।
এসময় সেনাবাহিনী প্রধান বিএনসিসি সদস্যদের জাতীয় ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা।
এর আগে সকালে সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারি পুলিশ সেন্টারের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪-এ অংশগ্রহণ করেন।