সাভারে আনন্দঘন পরিবেশে কালী পূজা উদযাপন
- আপডেট সময় : ০৯:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন রাজফুলবাড়ীয়া এলাকায় শ্রী শ্রী মা আনন্দময়ী ও শ্মশান কালী মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী মা আনন্দময়ী ও শ্মশান কালী মায়ের বাৎসরিক পূজা শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কালী পূজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ১০ ডিসেম্বর রাত ৮ টা থেকে গভীর রাত পর্যন্ত কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। কালি পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ।
এছাড়াও মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে কালি পূজা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে দেখা গেছে।
সনাতন ধর্মাবলম্বীদের কালি পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দেব-দেবী ও তুশলী পাঠে বিশেষ প্রার্থনায় মঙ্গল দীপ প্রজ্বলন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিহত পূর্ব- পুরুষদের স্মরণেও দীপ প্রজ্বলন করা হয়। পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ, বৃদ্ধ ছাড়াও আশে পাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।
পূজায় সার্বিক সহযোগিতায় ছিলেন, শ্রী শ্রী মা আনন্দময়ী ও শ্মশান কালী মন্দিরের মন্দির কমিটির সভাপতি, ডাঃ নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মনরঞ্জন কর্মকার (মনা), সহ সাংগঠনিক সম্পাদক শুভ্রত সাহা।
কালি পূজা শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য সাভার মডেল থানার চামড়া শিল্প নগরীর ট্যানারী ফাঁড়ির পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেছেন।
ট্যানারী ফাঁড়ির অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বী মানুষজন অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করছেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্দির এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করা হবে।