হাছন রাজার জমিদারী সম্পত্তির উত্তরাধিকার বঞ্চিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি: মরমি সাধক দেওয়ান হাছন রাজার জমিদারী সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর উত্তরাধিকারী সুমি চৌধুরী। রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাছন রাজার প্রৌপত্রী সুমি চৌধুরী বলেন, তাঁর পিতা দেওয়ান আসরাক রাজা চৌধুরী এবং মা মাজেদা। তিনি হাছন রাজার ৫ম বংশধর ও পিতা-মাতার একমাত্র সন্তান। তাঁর দাদা দেওয়ান সুলতানুর রাজা চৌধুরী এবং প্রপিতামহ দেওয়ান হাছন রাজা’র প্রথম ও জ্যেষ্ঠ পুত্র খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী।
সুমি চৌধুরী জানান, দেওয়ান হাছন রাজার মৃত্যুর পর তাঁর জমিদারী দায়িত্ব তাঁর পিতামহ খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ও তাঁর পরিবার জমিদারী সম্পত্তি থেকে বঞ্চিত হন। তাদের কাছে ওয়ারিশান সনদ, ভোটার আইডি কার্ড, ওয়াকফ দলিলসহ অন্যান্য প্রমাণাদি সংরক্ষিত আছে, তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে শত বছর ধরে তারা বঞ্চিত হচ্ছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী ১৯৪১ সালে তাঁর আওলাদের জন্য ওয়াকফ করে যান, যার ইসি নম্বর-১১৬৫২ এবং সম্পত্তির বর্তমান মূল্যায়ন সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৪৭৯১.৩৫ একর। বর্তমানে এসব সম্পত্তির অধিকাংশ অন্যদের নামে রেকর্ডভুক্ত এবং বিক্রি হয়ে গেছে বলে সুমি চৌধুরী অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তাঁর বাবা দেওয়ান আসরাক রাজা চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসাবে সুমি চৌধুরী এবং তাঁর স্বামী লিটন ইসলাম ভূইঁয়া তাঁদের ন্যায্য সম্পত্তি ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।