কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন “কান্দিগ্রাম শিক্ষা উন্নয়ন পরিষদ” কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে এসএসসি, এইচএসসি-২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ এবং সদ্য অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মো. জুবায়ের আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ আল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম। প্রধান আলোচকের বক্তব্য দেন তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গোয়াইনঘাট কান্দিগ্রাম আদর্শ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুযর মাহতাবী, সংগঠনের প্রধান উপদেষ্টা মাষ্টার অলিউডর রহমান, সাবেক সেনা কর্মকর্তা জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদ রাব্বানী, সংগঠনের উপদেষ্টা সদস্য ছাইফুর রহমান, সাবেক সভাপতি নুর আহমদ নয়ন, কান্দিগ্রাম মাদ্রাসার শিক্ষক আব্দুল গফ্ফার, এবং গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেমউদ্দীন মুনাঈম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তারেক, এবং কোরআন তেলাওয়াত করেন নাহিয়ান আহমদ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ পরিষদের সদস্যগণ, গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট এবং পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।