সুনামগঞ্জ সীমান্তে ভারী আগ্নেয়াস্ত্রসহ ৩ জন আটক
- আপডেট সময় : ০১:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়ছড়া এলাকা থেকে শুক্রবার রাতে ভারী আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে বিজিবি। সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
জানানো হয়, ৬ ডিসেম্বর দুপুরে বড়ছড়া শুল্ক স্থলবন্দরের মেসার্স শামীম ট্রেডার্সের অব্যবহৃত অফিসে অভিযান চালিয়ে একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ তিনজনকে আটক করা হয়। বিজিবি সন্দেহ করছে, অস্ত্রটি অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন।
আটকরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রাজু আহমেদ (২১), জালাল মিয়া (২৩) এবং রাসেল মিয়া (২৫)। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ৫ ডিসেম্বর বড়ছড়া গ্রামের নাজমুল হোসেন অস্ত্রটি তাদের কাছে রেখে যায় এবং স্থানীয় এলাকায় পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য এটি আনা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে তাদের তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।