সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি ইমনসহ গ্রেপ্তার ৪
সুনামগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, কৃষকলীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আখঞ্জি রাহী এবং দশম শ্রেণির ছাত্র মাকসুদ হাসান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গত ৪ আগস্ট তাহিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।