কানাইঘাটে জেলা তথ্য অফিসের স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে কানাইঘাট উপজেলায় বন্যা-পরবর্তী করণীয় বিষয়ক স্যানিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন।
প্রধান অতিথির বক্তব্যে ফারজানা নাসরীন বলেন,
“কানাইঘাট উপজেলাটি বন্যাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বারবার বন্যায় এ এলাকার মানুষ ঘরবাড়ি এবং জীবিকার ক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তবে সঠিক প্রস্তুতি থাকলে এসব ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি সভায় উপস্থিত প্রতিনিধিদের আহ্বান জানান, বন্যা-প্রস্তুতির গুরুত্বপূর্ণ তথ্য যেন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মো. সালাহ উদ্দিন বলেন,
“বন্যার তিনটি পর্যায় রয়েছে—বন্যার পূর্বে, বন্যাকালীন এবং বন্যা-পরবর্তী সময়। প্রতিটি পর্যায়ে যথাযথ করণীয় নিশ্চিত করতে হলে সচেতনতার বিকল্প নেই। প্রাণহানি রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক বার্তা পৌঁছানো জরুরি।”
জেলা তথ্য অফিসের এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বন্যা-পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, এবং করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানী। সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিন।
সভায় কানাইঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।