পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০৫:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
গোয়াইনঘাট উপজেলার পূর্ব তোয়াকুলের ছাত্রদের স্বেচ্ছাসেবী শিক্ষা ও সমাজকল্যাণমূলক সংগঠন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে অষ্টম বারের মতো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় লেভেলের মেধাবৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টা থেকে পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রাথমিক স্তরের ৫টি এবং মাধ্যমিক স্তরের ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মোট ৭৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাটি পরিদর্শন করেন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বেলাল, সিটিংবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদর উদ্দিন, ইউপি সদস্য উমর আলী, জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সভাপতি আমিনুল হক আরিফ, সিনিয়র সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক কাউসার পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, রজব আলী, রাজন বিশ্বাস, আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাদিকুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফজল হোসেন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আকবর আলী, সহ প্রচার সম্পাদক রিংকু দাস, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সুমন প্রমুখ সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। এ পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।