কালের কণ্ঠের দেশ সেরা কর্মী গণেশ পালকে গোয়ালন্দ প্রেস ক্লাবে সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক কালের কণ্ঠের দেশ সেরা কর্মী-২০২৪ এওয়ার্ড অর্জন করায় গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক ও কালের কণ্ঠের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গণেশ পালকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, ইনকিলাব প্রতিনিধি নজরুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, কালবেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, ঢাকা প্রতিদিন প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, আজকালের প্রতিনিধি লুৎফর রহমান সোহাগ, জনবানী প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।
এর আগে গত ১০ জানুয়ারি ঢাকার বসুন্ধরায় অবস্থিত কালের কণ্ঠের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণেশ পালের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র এবং আর্থিক সম্মাননা তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের আরও ১৪ জন উপজেলা প্রতিনিধিকেও সম্মাননা দেওয়া হয়।