ভারতে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত সিনেমা ‘কেজিএফ ১’। যশ থেকে শুরু করে সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি; তারকায় ছড়াছড়ি কন্নড়ের এ ছবিটিতে। আছে প্রথম পর্বের সাফল্যের ক্রেজটাও। অ্যাকশনে ভরপুর এই সিনেমা নিয়ে তাই মাতামাতির যেন শেষ নেই। অধীর আগ্রহে এর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন চলতি বছরই দেখবেন ‘কেজিএফ ২’।
সেটা আপাতত আর হচ্ছে না। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের এপ্রিলে। সিনেমার টিমের পক্ষ থেকে এমন ঘোষণাই এসেছে। করোনাকালীন বেশ কয়েক দফায় মুক্তির তারিখ পেছানোর পর নতুন করে এ সিদ্ধান্ত এসেছে।