6:58 am, Wednesday, 19 March 2025

কক্সবাজারে প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ল তরুণী

  • Reporter Name
  • Update Time : 12:48:24 am, Thursday, 23 September 2021
  • 204 Time View

কয়েক দিনের ব্যবধানে আবারো প্যারাসেলিং দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরের কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক তরুণী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক আহত তরুণীকে উদ্ধার করেন উপস্থিত লোকজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিমুল নামের এক ব্যক্তির মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টস নামের প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে দরিয়ানগরের সৈকতে সাগর তীরের বিশাল এলাকা দখল করে প্যারাসেলিং করে আসছে। এই প্যারাসেলিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা। গত ১৬ সেপ্টেম্বর প্যারাসেলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনা যেতে না যেতেই আবারো বুধবার বিকালে পর্যটক তরুণী প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন।

সূত্রমতে, বুধবার বিকালে এক পর্যটক তরুণী প্যারাসেলিং করতে উঠেন। কিছুক্ষণ পরই ছিটকে সাগরে পড়েন ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক- এমন অভিযোগ উপস্থিত লোকজনের।

স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টসের ম্যানেজার নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার শিকার তরুণী তেমন আহত হননি। তবে পানিতে পড়েছেন।

তার পরিচয় জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার শিকার তরুণীর পিতা নৌবাহিনীর কর্মকর্তা। তার আনুমানিক বয়স ১৬ বছর। এর বেশি কিছু জানি না। সম্পূর্ণ পরিচয় প্যারাসেলিং অফিসে গেলে বলতে পারব। সেখানে সব কিছু লেখা আছে। এখন আমি বাসায়।

এদিকে সৈকতের বিশাল স্থান দখল করে প্যারাসেলিং করার ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, এসবের সরকারি অনুমতি রয়েছে।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, শিমুলের মালিকানাধীন প্যারাসেলিং থেকে এক পর্যটক পানিতে ছিটকে পড়েছে বলে শুনেছি। প্যারাসেলিংয়ে উঠার সময় পানিতে পড়ে যায় ওই পর্যটক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

কক্সবাজারে প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ল তরুণী

Update Time : 12:48:24 am, Thursday, 23 September 2021

কয়েক দিনের ব্যবধানে আবারো প্যারাসেলিং দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরের কাঁকড়া পয়েন্টে উড়ন্ত প্যারাসেলিং থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটক তরুণী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিক আহত তরুণীকে উদ্ধার করেন উপস্থিত লোকজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিমুল নামের এক ব্যক্তির মালিকানাধীন স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টস নামের প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে দরিয়ানগরের সৈকতে সাগর তীরের বিশাল এলাকা দখল করে প্যারাসেলিং করে আসছে। এই প্যারাসেলিং করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকসহ স্থানীয়রা। গত ১৬ সেপ্টেম্বর প্যারাসেলিং করার সময় এক নারী পর্যটক ছিটকে পড়ে গুরুতর আহত হন। ওই ঘটনা যেতে না যেতেই আবারো বুধবার বিকালে পর্যটক তরুণী প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছেন।

সূত্রমতে, বুধবার বিকালে এক পর্যটক তরুণী প্যারাসেলিং করতে উঠেন। কিছুক্ষণ পরই ছিটকে সাগরে পড়েন ওই পর্যটক। এতে তিনি বেশ আহত হন এবং সাগরের অধিক লবণাক্ত পানি তার মুখে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে কর্মচারীরা তাকে সরিয়ে নেন। তবে আহত পর্যটকের নাম-পরিচয় পাওয়া যায়নি। কর্মচারীদের অদক্ষতার কারণে সৈকতে ছিটকে পড়েন ওই পর্যটক- এমন অভিযোগ উপস্থিত লোকজনের।

স্যাটেলাইট ভিশন প্যারাসেলিং অ্যান্ড স্পের্টসের ম্যানেজার নুর মোহাম্মদ জানান, দুর্ঘটনার শিকার তরুণী তেমন আহত হননি। তবে পানিতে পড়েছেন।

তার পরিচয় জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনার শিকার তরুণীর পিতা নৌবাহিনীর কর্মকর্তা। তার আনুমানিক বয়স ১৬ বছর। এর বেশি কিছু জানি না। সম্পূর্ণ পরিচয় প্যারাসেলিং অফিসে গেলে বলতে পারব। সেখানে সব কিছু লেখা আছে। এখন আমি বাসায়।

এদিকে সৈকতের বিশাল স্থান দখল করে প্যারাসেলিং করার ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, এসবের সরকারি অনুমতি রয়েছে।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, শিমুলের মালিকানাধীন প্যারাসেলিং থেকে এক পর্যটক পানিতে ছিটকে পড়েছে বলে শুনেছি। প্যারাসেলিংয়ে উঠার সময় পানিতে পড়ে যায় ওই পর্যটক।