10:42 am, Wednesday, 19 March 2025

ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতা আটক

  • Reporter Name
  • Update Time : 10:42:55 am, Thursday, 23 September 2021
  • 192 Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের দুলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও অটোচালক শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার রাসেল আলী (২০)।

পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, উপজেলার চরপাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে বাহাদুর আলী তর্তিপুর পশুহাট থেকে গরু বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় পৌঁছলে ৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে।

এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন ও হাতেনাতে হাসিব ও রাসেলকে আটক করেন। এ সময় বাকি চারজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, গরু বিক্রি করা ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতা আটক

Update Time : 10:42:55 am, Thursday, 23 September 2021

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের দুলালের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও অটোচালক শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার রাসেল আলী (২০)।

পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, উপজেলার চরপাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে বাহাদুর আলী তর্তিপুর পশুহাট থেকে গরু বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় পৌঁছলে ৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে।

এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন ও হাতেনাতে হাসিব ও রাসেলকে আটক করেন। এ সময় বাকি চারজন পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, গরু বিক্রি করা ৫ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।