মোংলার হলদিবুনিয়া খাল থেকে কোটি টাকা মুল্যের অবৈধ শাড়ি কাপড় জব্দ করেছে মোংলা কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।প্রেস নোটে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে, গত ১৬ নভেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২ টা এবং ১৭ নভেম্বর দুপুর দেড়টার সময় মোংলা উপজেলার হলদিবুনিয়া খাল সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান এর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক কর ফাকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় এক কোটি ১৫ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশী ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস চাদর জব্দ করা হয়। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল সুন্দরবনের ভিতরে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা বেইস
4:21 pm, Wednesday, 19 March 2025
News Title :
মোংলার হলদিবুনিয়ার খাল থেকে কোটি টাকার শাড়ি কাপড় জব্দ
-
বিশেষ প্রতিনিধি,মোংলাঃ
- Update Time : 04:24:17 pm, Thursday, 18 November 2021
- 288 Time View
Tag :
Popular Post