পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে সবাইকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি সামাজিক সম্পপ্রতি গড়ে তুলতে প্রত্যেক ধর্মের মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি এগিয়ে যাওয়া বা সামনে আসার সাহস পাবেনা।
শনিবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাবে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
ব্রেভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হা, উপজেলা যুবলীগের সভাপতি ই¯্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ব্রেভ প্রকল্পের জেলা সমন্বয়কারী হাসিবুর রহমান মিনাসহ আরো অনেকে। এছাড়া, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, হুমায়ন হামিদ নাসির, জাহানারা হোসেন চাঁনু, জোহরা বেগম, শিউলী আকন, উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান।
বক্তারা বলেন, মোংলা এলাকায় দীর্ঘদিন শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো ঘটনা ঘটেনি, তবে আমরা একাত্রিত থাকলে যে কোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে। আমরা সকল ধর্মের মানুষ একাত্র ভাবে বসবাস করছি এবং আগামীতেও সবাই ওক্যবদ্ধ থাকবো বলে মতপ্রকাশ করেন হিন্দু, বৈদ্য, খ্রীস্টার ওক্য পরিষদের নেতৃবৃন্দরা।
মতবিনিময় সভায় উপজেলা ও পৌর এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য এর ঐচ্ছিক তহবিলের চেক, ভূমি হুকুম দখল ক্ষতিপূরণের চেক, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক, ক্ষুদ্রঋণ, বাইসাইকেল ও কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করেন উপমন্ত্রী হাবিবুন নাহার। ###
9:48 pm, Wednesday, 19 March 2025
News Title :
ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি সামনে আসার সাহস পাবেনা–উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি
-
Reporter Name
- Update Time : 04:15:02 pm, Saturday, 27 November 2021
- 152 Time View
Tag :
Popular Post