রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ ভর্তি কার্যক্রমে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মোতাহার হোসেন, ইব্রাহিম খান, জাকির হোসেন, নাজমুল হাসান মামুনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেনীতে ২৪৮জন ছাত্র ফরম সংগ্রহ করে। এর মধ্যে ১১৮ জন লটারীর মাধ্যমে এবং ২জন কোটায় ভর্তির সুযোগ পাবে। অপরদিকে ছাত্রীদের মধ্যে ১৫৭ টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে ৫৭ জন লটারীর মাধ্যমে এবং ৩ জন কোটায় ভর্তির সুযোগ পাচ্ছে।