9:09 am, Thursday, 20 March 2025

তিন মাস ২০দিন কারাভোগের পর মুক্ত ১৩ ভারতীয় জেলে

  • Reporter Name
  • Update Time : 08:07:43 pm, Thursday, 23 December 2021
  • 174 Time View

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। তিন মাস ২০দিন বাগেরহাটের জেলে হাজতে কারাভোগের পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাদের খালাস দেয় আদালত।

এদিন মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে। মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন-মোহন দাস, রুবেল দাস, বিধান দাস,অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙগ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ী ভারতের চব্বিস পরগোনা জেলায় বলে জানায় ওসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ “এফ বি পিতা মাতার আর্শিবাদ” নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয় বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে ।

পরবর্তীতে আইন ও বিধি অনুসরন করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে সেদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

তিন মাস ২০দিন কারাভোগের পর মুক্ত ১৩ ভারতীয় জেলে

Update Time : 08:07:43 pm, Thursday, 23 December 2021

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। তিন মাস ২০দিন বাগেরহাটের জেলে হাজতে কারাভোগের পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাদের খালাস দেয় আদালত।

এদিন মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করে। মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন-মোহন দাস, রুবেল দাস, বিধান দাস,অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙগ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ী ভারতের চব্বিস পরগোনা জেলায় বলে জানায় ওসি মনিরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ “এফ বি পিতা মাতার আর্শিবাদ” নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয় বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে ।

পরবর্তীতে আইন ও বিধি অনুসরন করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির মাধ্যমে সেদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।