4:47 pm, Thursday, 20 March 2025

দৌলতদিয়ায় দালাল চক্রের এক সদস্য গ্রেফতার 

দৌলতদিয়ায় দালাল চক্রের এক সদস্য গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা হতে মিরাজ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সারে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে ফলের গাড়িতে চাঁদাবাজির এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার আবুল মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা বেনাপোল হতে ঢাকাগামী একটি ফলবাহী ট্রাকের চালকের কাছে সংঘবদ্ধ একদল যুবক ফেরির টিকিট কেটে দেয়ার জন্য সারে ৪ হাজার টাকা চাঁদা দাবি করে। টিকিটের প্রকৃত মূল্য ১ হাজার ৪৬০ টাকা। বাড়তি টাকা দিতে অস্বীকার কারায় তারা চালককে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামিয়ে বেদম মারপিট করে। এ ঘটনায় ওই রাতেই ভিকটিম চালক বাদী হয়ে  লিটন শেখ (৩৯), সাগর মোল্লা (৩৫), আয়নাল (৩০), রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মিরাজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর  জানান, গত ১৫ ডিসেম্বর রাতে মারপিটের শিকার হওয়া ফলবাহী ট্রাকের চালকের দায়ের কৃত মামলার সন্দেহভাজন আসামী হিসাবে মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। ওই মামলায় লিটন শেখ (৩৯), সাগর মোল্লা (৩৫), আয়নাল (৩০), রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।দৌলতদিয়া ঘাটকে দালালমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

দৌলতদিয়ায় দালাল চক্রের এক সদস্য গ্রেফতার 

Update Time : 06:28:55 pm, Sunday, 26 December 2021
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা হতে মিরাজ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সারে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে ফলের গাড়িতে চাঁদাবাজির এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার আবুল মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা বেনাপোল হতে ঢাকাগামী একটি ফলবাহী ট্রাকের চালকের কাছে সংঘবদ্ধ একদল যুবক ফেরির টিকিট কেটে দেয়ার জন্য সারে ৪ হাজার টাকা চাঁদা দাবি করে। টিকিটের প্রকৃত মূল্য ১ হাজার ৪৬০ টাকা। বাড়তি টাকা দিতে অস্বীকার কারায় তারা চালককে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামিয়ে বেদম মারপিট করে। এ ঘটনায় ওই রাতেই ভিকটিম চালক বাদী হয়ে  লিটন শেখ (৩৯), সাগর মোল্লা (৩৫), আয়নাল (৩০), রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মিরাজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর  জানান, গত ১৫ ডিসেম্বর রাতে মারপিটের শিকার হওয়া ফলবাহী ট্রাকের চালকের দায়ের কৃত মামলার সন্দেহভাজন আসামী হিসাবে মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। ওই মামলায় লিটন শেখ (৩৯), সাগর মোল্লা (৩৫), আয়নাল (৩০), রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে রোববার বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।দৌলতদিয়া ঘাটকে দালালমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।