রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে মেয়ে শিশুদের নিয়ে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) কারিগরি ও কানাডার আর্থিক সহযোগিতায় আলো প্রোগ্রামের আওতায় মঙ্গলবার (২৮ডিসেম্বর) দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রকল্প পরিচালক আতাউর রহমান মুঞ্জু, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমূখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৮টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুস্কোরের বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।