3:10 am, Friday, 21 March 2025

কালুখালীর সানি ডাক্তার হতে চায়

কালুখালীর সানি ডাক্তার হতে চায়

এসএসসি পরীক্ষায় কালুখালীর মো: নাসিফ রশীদ সানি জিপিএ পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। গতকাল বৃহস্পতিবার ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মো: নাসিফ রশীদ সানি তার ফলাফল জিপিএ ৫ হবার বিষয়টি নিশ্চিত হয়।

সে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

মো: নাসিফ রশীদ সানি রাজবাড়ীর কালুখালী উপজেলায় পারাবেলগাছী গ্রামের বাসিন্দা। তার পিতা বজলুর রশীদ কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও মাতা নাসিমা পারভীন কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। সানির সাফল্যে খুশি শিক্ষক দম্পত্তি।

মো: নাসিফ রশীদ সানি জানায়, সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় । এজন্য সে সবার নিকট দোয়া চেয়েছেন। সানি জানায়,সে নিয়মিত ৬ ঘন্টা পড়া লেখা করতো। পড়ালেখার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি তার মা ও বাবা তাকে সহযোগীতা করতো। তার বিশ্বাস,ভালো ছাত্র হবার জন্য ভালো মেধার চেয়ে আন্তরিক চেষ্টাই আসল জিনিস। সাফল্যের জন্য সানি তার বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা ও বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

কালুখালীর সানি ডাক্তার হতে চায়

Update Time : 07:07:23 pm, Thursday, 30 December 2021

এসএসসি পরীক্ষায় কালুখালীর মো: নাসিফ রশীদ সানি জিপিএ পেয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। গতকাল বৃহস্পতিবার ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মো: নাসিফ রশীদ সানি তার ফলাফল জিপিএ ৫ হবার বিষয়টি নিশ্চিত হয়।

সে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

মো: নাসিফ রশীদ সানি রাজবাড়ীর কালুখালী উপজেলায় পারাবেলগাছী গ্রামের বাসিন্দা। তার পিতা বজলুর রশীদ কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও মাতা নাসিমা পারভীন কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। সানির সাফল্যে খুশি শিক্ষক দম্পত্তি।

মো: নাসিফ রশীদ সানি জানায়, সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় । এজন্য সে সবার নিকট দোয়া চেয়েছেন। সানি জানায়,সে নিয়মিত ৬ ঘন্টা পড়া লেখা করতো। পড়ালেখার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি তার মা ও বাবা তাকে সহযোগীতা করতো। তার বিশ্বাস,ভালো ছাত্র হবার জন্য ভালো মেধার চেয়ে আন্তরিক চেষ্টাই আসল জিনিস। সাফল্যের জন্য সানি তার বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা ও বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।