রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দেশীয় তৈরী পাইপগানসহ রমজান শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
গ্রেপ্তারকৃত আসামী দৌলতদিয়া ১নং ওয়ার্ডের ছাত্তার মেম্বার পাড়া এলাকার মো. মাইন উদ্দীন শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি টহল দল ডিউটি চলাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকা থেকে মো. রমজান শেখকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী অস্ত্র পাইপগান জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র, ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনের ১৯৭৮ এর ১৯এ ধারায় মামলা রুজু করা হয়েছে।